বন্ধুরা যারা H.S পাশ করেছো তাদের অভিনন্দন।কিন্তু যারা পাশ করো নি, তাদের জন্য আজকের এই পোস্ট।
সকাল থেকেই ফোনে পাচ্ছিলাম না সুব্রতকে।দুপুরে ফোন ধরতেই কাদঁতে শুরু করে দিলো।
আজ ছিল তার জীবনের সবচেয়ে বড়ো দিন-
উচ্চমাধ্যমিকের রেজাল্ট
- কি রে কি হলো কাঁদছিস কেনো?
- ভাই আমি ফেল করে গেছি, বাবা মা খুব মেরেছে। আত্মীয় স্বজনদের মুখ দেখাতে পারছি না,আমি আর বাঁচতে চাই না।
- হলো তোর? আর কিছু বলবি? শোন মন দিয়ে। তুই কি ভাবছিস একটা রেজাল্ট জীবনের সবকিছু? একটা সরকারি চাকরি পেলেই কি সব হয়ে গেলো?
আসলে দোষটা তোর না, আমাদের সিস্টেমের। মুকেশের চেয়ে ছেলে কম নাম্বার পেলে বাবার প্রেস্টিজ ডাউন। যারা কোনোদিন ফোন করে না, রেজাল্ট বেরোলে সবার আগে ফোন তাদেরই আসে।সবাই জিজ্ঞেস করবে কত percentage এলো? নানারকম Advice দেবে, যারা জীবনে কলেজ দেখেনি তারাই হয়ে উঠবে Career Guru. তোর Passion হয়তো Singing, তো তুই কেনো biology আর chemistry এর lesson পড়বি? কোন ব্যবসায়ী যদি পলাশির যুদ্ধের দিন মনে না রাখে, তো তাতে কিচ্ছু যায় আসেনা Boss. একজন Sportsman এর কাছে Physicsএর থেকেও বেশি important Physical Education. Examএর রেজাল্টের থেকেও বড় এই জীবন। মহাভারতে অর্জুনকে কেবল তীর চালানো শেখানো হয়েছিল কারণ দ্রোনাচার্য জানতেন অর্জুনের একাগ্রতা অনেক বেশি। ভীমকে তার শক্তির জন্য কুস্তি আর মল্লযুদ্ধই শেখানো হয়েছিল।যদি 5000 বছর আগে লোকে জানত যে, যে কাজে যে expert তাকে সেই কাজই করা উচিত,তো আজ কেনো নয়? নিজের passionকে ফলো করতে শেখ। একজন চা'ওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে, একজন জমাদার যদি IPLএর সর্বোৎকৃষ্ট খেলোয়ার হতে পারে, কোন শিক্ষা ছাড়াই যদি কেউ দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হতে পারে, তো তুই কেনো পারবি না? ৯৯৯ বার ফেল হবার পর যদি Thomas Edison Alva ইলেক্ট্রিক bulb বানাতে পারে তো তুই পারবিনা কেনো? ৮বার election হেরেও যদি Abraham Lincon দেশের President হতে পারে তো তুই পারবি না কেনো? Paralysis হবার পরেও যদি কেউ বিশ্বের সেরা বিজ্ঞানী হতে পারে তো তুই পারবিনা কেনো? তুই সব Achieve করতে পারবি, তুই শুধু স্বপ্ন দেখতে শেখ। তুই নিজে দায়ী নিজের বর্তমানের জন্য, তবে কেবলমাত্র তোর বর্তমানই পারে ভবিষ্যৎ বদলাতে।
- আমি পারবো,আমাকে পারতেই হবে।
সব্বাইকে All The Best বলবো। ভালো লাগলে লাইক দিও, আর শেয়ার করো।
কলমে - Abhijit Seth
Comments
Post a Comment